Oct 15, 2023, Norsingdi Heritage Resort

  


ছেলের জন্য একটা ছোট্ট ব্রেক। মনে হয় খুব বেশী রকমের অস্থির হয়ে পড়েছিলো মনে মনে। স্কুল, বাসা, থেরাপি, সব জায়গাতেই কেমন যেন অস্থিরপনা করছিলো, ভীষন রকমের বিদ্রোহী মনোভব হয়ে উঠেছিলো ওর। শেষমেষ ভাবলাম কাছে পিঠেই কোন এক জায়গায় ওকে নিয়ে বেড়িয়ে আসি।

এমন একটা জায়গা ঠিক করা দরকার ছিলো যেখানে ওর সবচাইতে প্রিয় কোন কিছু থাকবে। ওর কয়েকটা খুব প্রিয় জিনিষের মধ্যে একটা হল পানি। এখানে বাচ্চাদের সুইমিং পুল আছে। ঢাকার থেকে মাত্র ১ ঘন্টার জার্নি। তাই মেয়েদের সহ নিয়ে চলে আসলাম।



এখন মনে হচ্ছে, ব্রেকটা শুধু যে আমার ছেলেরই দরকার ছিলো, তা নয়। ব্রেকটা আমার, রুমার, মেয়েদের - সবারই যেন খুব বেশী দরকার ছিলো।


পেপসি পেলে আলিফের মাথা আর ঠিক থাকে না 😁

মেয়েদের ইচ্ছেতে খার অর্ডার করার ডিসিশন হয়েছে এখন 🤗

কটেজ থেকে বের হয়ে আশপাশটা একটু তদারকিতে বেরিয়েছি সবাই 😉

রাতের ডিনারের অর্ডার এবার রুমা দেবে বলেই ঠিক হয়েছে 😍

মেয়েদের নিয়ে মায়ের একটু রঙঢঙ করে ছবির পোজ আর কি 😛

রাতের হেরিটেজ পার্কে এন্ট্রেন্সে এসে ফ্যামিলি পিকচার নেয়ার চেষ্ঠা 🤩

বার্বিকিউ করি আর নাই করি, ছবি তুলতে তো আরে কোন দোষ নেই 😀



Post a Comment

0 Comments