আজকে আমার ছেলেটার জন্মদিন। ওর এই জন্মদিন উপলক্ষেই ঢাকার বাইরে এই বেড়াতে আসা। যদিওবা ওর একটা ব্রেকেরও দরকার ছিলো। আবার ওর জন্মদিনও চলে আসাতে একসাথে ওর জন্মদিন উপলক্ষে ওর বেরানোও হয়ে গেলো।
আমি জানতাম যে আলীফ পানি ভীষন পছন্দ করে এজন্য দেখেশুনে এমন একটা জায়গা ঠিক করেছিলাম যেখানে বেবীপুল থাকবে। ওর আনন্দ করাটা ছিলো দেখার মত।
বাবা হিসাবে, ছেলেমেয়েদের আনন্দ করতে দেখতে পারার থেকে তৃপ্তির আর কোন কিছু হতে পারে কিনা আমার জানা নেই।
0 Comments